ফাইনাল হেরে নেপাল কোচের পদত্যাগ বাংলাদেশের কাছে ৩-১ গোলে হারের ফলে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করা হয়নি নেপালের। নেপালের প্রথম নারী সাফের শিরোপা জয়ের স্বপ্ন মুখ থুবড়ে পড়লো আরও একবার।আরও একবার হতাশা সঙ্গী হল হিমালয় কন্যাদের। তাদের এই হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দলের কোচ কুমার থাপা।

ফাইনালের পর কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।ফাইনালের পর পদত্যাগ করে বসেন নেপাল নারী ফুটবল দলের কোচ। পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে থাপা বলেন, ‘আমি নেপাল জাতীয় নারী দলের কোচের পদ ছেড়ে দিচ্ছি। সাফল্য না পেলে এখানে তার এই পদ আঁকড়ে ধরে রাখা মোটেও উচিত নয়। ’