গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণে নানা অনিয়মের অভিযোগেই ৫১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার পর ভোত গ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ আর সম্ভব হচ্ছে না বলে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।
আরপিও ৯১ অনুচ্ছেদ অনুসারে, প্রদত্ত ক্ষমতা বলে গাইবান্ধা-৫ আসনের ভোট কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কমিশন।বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা।
নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, সিসি ক্যামেরায় দেখা যায় কোনো কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। কোথাও কোথাও গোপন বুথে একাধিক ব্যক্তির আনাগোনা দেখা গেছে। সিইসি বলেন, ভোটে এমন ডাকাতির অনেক অভিযোগ পেয়েছে কমিশন। সে কারণেই নির্বাচনে প্রযুক্তি ব্যবহার করতে চায় ইসি।
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটকেন্দ্রের ভেতরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে। সেখানে ভোটগ্রহণে অনিয়মের অনেক প্রমাণ আমরা দেখেছি। গোপন কক্ষে অনধিকার প্রবেশ, আইন ভঙ্গ করে প্রবেশ করে জোর করে ভোট গ্রহম্নের অনেক প্রমাণ আমরা পেয়েছি।