সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক অর্থ-দাবি বাংলাদেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেল দখলে নিয়েছে হ্যাকাররা। প্রতিষ্ঠানটির পাঁচটি ইউটিউব চ্যানেলের মধ্যে চারটিই হ্যাকারদের হামলার শিকার হয়। চ্যানেলগুলো উদ্ধারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আজ রবিবার ১৬ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে সময় টিভির মূল ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার বিষয়টি নজরে আসে।
সময় টিভির ইউটিউব চ্যানেল হ্যাক অর্থ-দাবি এখন ইউটিউবে সময় টিভি লিখে সার্চ দেওয়া হলে যে চ্যানেলটি আসে, সেটির নাম দেখা যায় ‘ইথিরাম ২.০’। চ্যানেলটিতে এক ঘণ্টা আগে একটি ভিডিও পোস্ট করে হ্যাকার ক্রিপটোকারেন্সিতে সময় টিভি কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে। অর্থাৎ এটি একটি র্যানসামওয়্যার বলে নিশ্চিত হওয়া যায়। হ্যাকার প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার দাবি করে।