রাজবাড়ীতে এক ঘণ্টায় ভোট পড়েনি একটিও এক ঘণ্টায়ও ভোট পড়েনি রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত কালুখালী উপজেলা কেন্দ্রে কোনো ভোট পড়েনি। ফলে কেন্দ্রের প্রিজাইডিং, পোলিং ও এজেন্টরা অলস সময় পার করছেন।ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এসএম নাছিম আখতার বলেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা উপস্থিত হবেন। এ কেন্দ্রে পুরুষ ভোটার ৭১ জন ও নারী ভোটার ২৩ জন।এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করলেও বিদ্রোহী প্রার্থীর দীপক কুণ্ড পাংশা ভোট কেন্দ্রে তার এজেন্ট ও ভোটারদের হুমকি-ধমকির অভিযোগ করেছেন।