মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
ঘাটাইল(টাঙ্গাইল-৩)আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খানকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়াতে তৃনমুল নেতাকর্মী ও সাধারন ভোটাররা এখন আনন্দ ভাসছেন। তার মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে শুরু হয়েছে বাধ ভাঙ্গা আনন্দ।এলাকায় এলাকায় বয়ে যাচ্ছে আনন্দেরর বন্যা।ঘাটাইলের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে কিভাবে জয়যুক্ত করবে এখন থেকেই শুরু হয়েছে সেই হিসাব নিকাশ।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সন্দেহভাজন আসামীহয়ে বর্তমান এমপি আমানুর রহমান খান রানার আসনটি নিয়ে সারা বাংলাদেশ আগ্রহের সৃষ্টি হয়। আওয়ামী লীগ থেকে ১০জন প্রার্থী এ আসনটি থেকে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালায়। পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খানকে নৌকার জন্য মনোনীত করা হয়।
রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ এমদাদুল হক সরকার জানায়, আমানুর রহামান খান ঘাটাইলে স্মরণকালের একজন জনপ্রিয় এমপি, আর তার বাবা নৌকার মনোনয়ন পেয়েছেন, এতে আমরা খুবই আনন্দিত।
এ বিষয়ে দেওপাড়া ইউপি চেয়ারম্যান মাইনউদ্দিন তালুকদার তারু জানান, আমারা আগের থেকেই কাজ শুরু করে দিয়েছি। তিনি আওয়ামী লীগের জন্য একজন নিবেদিত প্রান।
পৌর মেয়র শহিদুজ্জামান খান জানান, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন সে একজন সৎ এবং যোগ্য ব্যাক্তি। আমরা তার হয়ে নৌকার পক্ষে কাজ করে যাবো।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, আতাউর রহমান খানের মনোনয়ন পাওয়ার বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ত্যাগী আওয়ামী লীগের কর্মীকে মনোনয়ন দিয়েছেন। আমারা সবাই নৌকার পক্ষে কাজ করে যাবো।
রেবুতি মন্ডল(ধলাপাড়া ইউনিয়নের বাসিন্দা)জানান, আমাদের এলাকায় শতকরা আশি ভাগ লোক এমপি সাহেবকে পছন্দ করে। তার বাবা মনোনয়ন পেয়েছে আমাদের জন্য খুশির খবর।
ঘাটাইল উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের রায় দেখে মনোনয়ন দিয়েছেন। সেদিক থেকে আমাদের প্রার্থীর কোন তুলনা নেই।
আব্দুল বাছেত (সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দা)জানান, আমরা একজন সৎ এবং নিষ্ঠাবান যোগ্যপ্রার্থী পেয়েছি। আমরা মিলেই একযোগে নৌকার মার্কার পক্ষে কাজ করে যাবো।