কোন দেশ কত সালে বিশ্বকাপ জিতেছেন? বিশ্বকাপ জিতেছেই মাত্র ঘুরেফিরে আটটি দেশ। এর মধ্যে এত দিন মাত্র ৫টি দেশ একাধিকবার বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছিল। এখন সেই তালিকায় অন্তর্ভুক্ত হলো আর্জেন্টিনা। ব্রাজিল (৫ বার), জার্মানি (৪ বার), ইতালি (৪ বার), আর্জেন্টিনা (৩ বার), উরুগুয়ের (২ বার) ফ্রান্স (২ বার)। তৃতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ল আর্জেন্টিনা। ১৯৭৮ সালে প্রথম শিরোপার পর ১৯৮৬ সালে আরও একটি বিশ্বকাপ ট্রফি জিতেছে।

এর পর গত ৩৬ বছরে আর বিশ্বকাপের দেখা পায়নি আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর।সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা, ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। অনেকের মতে, এটি ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ ফাইনাল।
স্বাগতিক, জয়ী, ফলাফল)
২০২২ সালে কাতরে অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা ৩-৩ ফ্রান্স,টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ ফ্রান্স।
২০১৮ সালে রাশিয়াতে অনুষ্ঠিত হয়।
ফ্রান্স চ্যাম্পিয়ন, ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া।
২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়। জার্মানি চ্যাম্পিয়ন হয়, জার্মানি ১-০ আর্জেন্টিনা।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়। স্পেন চ্যাম্পিয়ন হয়, স্পেন ১-০ হল্যান্ড।
২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয়। ইতালি চ্যাম্পিয়ন হয়। ১-১, টাইব্রেকারে ইতালি ৫-৩ ফ্রান্স।
২০০২ সালে জাপানে ও দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত হয়। ব্রাজিল চ্যাম্পিয়ন হয়।ব্রাজিল ২-০ জার্মানি।
১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়, ফ্রান্স চ্যাম্পিয়ন হয়, ফ্রান্স ৩-০ ব্রাজিল।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়, ব্রাজিল চ্যাম্পিয়ন হয়, ০-০, টাইব্রেকারে ব্রাজিল ৩-২ ইতালি।
১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত হয়,জার্মানি চ্যাম্পিয়ন হয়, জার্মানি ১-০ আর্জেন্টিনা।
১৯৮৬ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়,আর্জেন্টিনা ৩-২ জার্মানি।
১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত হয়,ইতালি চ্যাম্পিয়ন হয়, ইতালি ৩-১ জার্মানি।
১৯৭৮ সালে আর্জেন্টিনাতে অনুষ্ঠিত হয়, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়,আর্জেন্টিনা ৩-১ হল্যান্ড।
১৯৭৪ সালে জার্মানিতে অনুষ্ঠিত হয়,জার্মানি চ্যাম্পিয়ন হয়,জার্মানি ২-১ হল্যান্ড।
১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয়,ব্রাজিল চ্যাম্পিয়ন হয়,ব্রাজিল ৪-১ ইতালি।
১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়,ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়, ইংল্যান্ড ৪-২ জার্মানি।
১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত হয়,ব্রাজিল চ্যাম্পিয়ন হয়,ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া।
১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত হয়,ব্রাজিল চ্যাম্পিয়ন হয়,ব্রাজিল ৫-২ সুইডেন।
১৯৫৪ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়,জার্মানি চ্যাম্পিয়ন হয়,জার্মানি ৩-২ হাঙ্গেরি।
১৯৫০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়,উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়,উরুগুয়ে ২-১ ব্রাজিল।
কোন দেশ কত সালে বিশ্বকাপ জিতেছেন?
১৯৪৬ সালে খেলা হয়নি।
১৯৪২ সালে খেলা হয়নি।
১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয়,ইতালি চ্যাম্পিয়ন হয়,ইতালি ৪-২ হাঙ্গেরি।
১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত হয়,ইতালি চ্যাম্পিয়ন হয়,ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া।