পটিয়ায় ‘চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘ’র বিনামূল্যে খৎনাক্যাম্প অনুষ্ঠিত পটিয়া থানার চাপড়া ও কোলাগাঁও গ্রামে সামাজিক ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘ’ ও এর অঙ্গসংগঠন ‘তরুণ একতা সংঘ ব্লাড ডোনার্স’ কর্তৃক আয়োজিত ৫ম বারের মত বিনামূল্যে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

চাপড়া ও কোলাগাঁও গ্রামের প্রায় ৩৩ জন শিশুকে খৎনা করা হয়। উক্ত খৎনা কর্মসূচি ১ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হয়। চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘের সার্বিক সহযোগিতায় উক্ত খৎনা ক্যাম্প পরিচালিত হয়।
পটিয়ায় ‘চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘ’র বিনামূল্যে খৎনাক্যাম্প অনুষ্ঠিত এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির আহমেদ(সাবেক চেয়ারম্যান), মো. জালাল মাষ্টার, আব্দুল গফুর, মাহবুবুল আলম জনি, মো. শরীফ মেম্বার, ফাতেমা মেম্বার, নজরুল ইসলাম খোকন, দিদারুল আলম, মো. সাজ্জাদ, মো. সালাউদ্দিন, আবু বক্কর প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ‘আমাদের মত অবহেলিত এলাকার যুবকরা সমাজ বিনির্মাণে যেভাবে কাজ করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্লাডগ্রুপ নির্ণয়, খৎনা ক্যাম্প, রাস্তা নির্মাণ সহ ইত্যাদি কাজে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ‘চাপড়া ও দ্বীপকালা মোড়ল তরুণ একতা সংঘ’ তাদের সামাজিক ও মানবিক কাজ করে নিতে দিকনির্দেশনা প্রদান ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিরা।’