মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি আসনের মধ্যে ৩টি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট তিনজন প্রার্থী কারাগারে রয়েছেন। তারা হলেন, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু,সুলতান সালাউদ্দিন টুকু,আবুল কালাম আজাদ সিদ্দিকী।তারা বিভিন্ন মামলায় এখন কারাগারে রয়েছেন।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে তিনবারের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত।তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।সে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।
টাঙ্গাইল-৫ (সদর) ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী,আব্দুস সালাম পিন্টুর ভাই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।তিনি নাশকতা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।
মির্জাপুর (টাঙ্গাইল-৭) আসনে দুই বারের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীও কারাগারে রয়েছেন। গত ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।আবুুুল কালাম আজাদ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে এবারও মনোনয়ন প্রত্যাশী।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা এ বিষয়ে বলেন, রাজনৈতিকভাবে বিভিন্ন মামলায় তারা কারাবন্দি হয়েছেন। এরা তিনজনেই অনেক জনপ্রিয় এবং ভিওয়েট প্রার্থী।তারা মনোনয়ন পেলে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী।
আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২(ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি জোট সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পান। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৮ সালের জানুয়ারিতে তিনি গ্রেফতার হন। তারপর থেকে তিনি কারাগারে আছেন। চলতি বছরের অক্টোবর মাসে গ্রেনেড হামলা মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।