মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন চিঠি পেয়েছেন দুই সহোদর।তারা হলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।সোমবার (২৬ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা এ চিঠি গ্রহণ করেন।
টাঙ্গাইল-২ ও টাঙ্গাইল-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়, নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৩ নভেম্বর।আব্দুস সালাম পিন্টু এবং তার দুই সহোদর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফার জন্য।
টাঙ্গাইল-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ২১ আগস্ট হামলা মামলায় এবং বিএনপির ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাশকতার মামলায় কারাগারে রয়েছেন।