
র্যাঙ্কিংয়ে ব্যবধানটা ১৫৬। নিয়মিত বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই চালিয়ে কতদূর যেতে পারবে বাংলাদেশ? কাবরেরার ডিফেন্সিভ ফর্মেশন, গোলবারে মিতুল মারমার পেনাল্টি সেভ, তারপরও ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে জামালরা।
মেলবোর্নে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জেমি ম্যাকলারেন, মিচেল ডিউকদের গোল উৎসবে এদিন নাস্তানাবুদ হয়েছে জামালরা।
হ্যাটট্রিক করেছেন ম্যাকলারেন। জোড়া গোল ডিউকের আর একটি করে গোল করেছেন হ্যারি সোউত্তর ও ব্রান্ডন বোরেলো।