মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের গড়া একটার পর একটা রেকর্ড ভেঙে দিচ্ছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা কোহলি। বিশ্বকাপে ১০ ম্যাচে ৭১১ রান করে শীর্ষে রয়েছেন কিং কোহলি।
নিজের ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে করেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি। শচীনকে ছুঁয়েছিলেন বিরাট। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে একদিনের ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি করে টপকে যান তার হিরো শচীনকে।
আগামীকাল সামনে আর একটা ম্যাচ। মেগা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই, ১২ বছর পর ফের ভুবনজয়ী হবে ভারতীয় ক্রিকেট দল। এমন মহাম্যাচে সবাই ‘বিরাট’ ব্যাটের দিকেও তাকিয়ে রয়েছেন। উপহার পেতে চান আরো একটি সেঞ্চুরি। এমন প্রেক্ষাপটে রবি শাস্ত্রীর দাবি, শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষমতাও রয়েছে বিরাটের। ঠিক কী বললেন বিরাটদের সাবেক কোচ।
শাস্ত্রীর দাবি, ‘শচীন টেন্ডুলকার যখন ১০০টি সেঞ্চুরি করেছিল, তখন কি কেউ ভাবতে পেরেছিল, যে কেউ এই রেকর্ড ভেঙে ফেলবে। বিরাটের এখন ৮০টি সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে ৫০টি এসেছে ওয়ানডে হতে। কোনো কিছুই অসম্ভব নয়। যখন এভাবে কেউ সেঞ্চুরি করে, তখন তারা দ্রুত রান তুলতে পারে। পরের ১০টি ইনিংসে হয়তো আরো ৫টি সেঞ্চুরি করতে পারবে। সেই ক্ষমতা বিরাটের রয়েছে।”
রবি শাস্ত্রী বলেন, ‘বিরাট এখনো ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলছে। আশা করি, বিরাট আরো তিন-চার বছর খেলা চালিয়ে যাবে। আমি মনে করি ও ক্রিজে থাকার সময় শরীরি ভাষা, ওর শান্ত থাকা, সবই প্রভাব ফেলেছে। ২০১৯ সালের বিশ্বকাপে আমি ওকে দেখেছি। সেই রাগী ভাবটা নেই। বিরাট নিজেকে সময় দিচ্ছে। ইনিংসের গভীরতা বুঝছে।’
অবশ্য বিরাটের এই সাফল্যের জন্য তার ফিটনেসকেই বড় করে দেখছেন শাস্ত্রী। তিনি বলেছেন, ‘বিরাটের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো রানিং বিটুইন দ্য উইকেট। ওকে যে বাউন্ডারি আর ছক্কাই মারতে হবে তা নয়। ওর ফিটনেসের কারণে রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো। এটা ওর চাপ কমিয়ে দেয়। এমন কী বিরাট বাউন্ডারি মারতে পারে না, তখনো স্ট্রাইক রোটেট করে। তবে প্রথম ১০-১৫ রানে ও শট নির্বাচনে সতর্ক থাকে।’
এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি সেঞ্চুরি বিরাটের। এর মধ্যে ৫০টি শতরান এসেছে ওডিআইতে। ২৯টি সেঞ্চুরি টেস্টে এবং ১টি সেঞ্চুরি এসেছিল আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে। শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করতে বিরাটের দরকার আর ২০টি সেঞ্চুরি। পারবেন ‘কিং কোহলি’? অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।