মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় আজ ২৭ নভেম্বর মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাল মিয়া (৪০), পিতা মৃত শুকুর আলী সাং বোয়ালী, থানা সখিপুর জেলা টাংগাইল।উক্ত আসামী তাহার সহযোগী আসামীদের সহায়তায় ১২/১৫ লক্ষ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়া নিয়া যাওয়ার কথা বলে বিভিন্ন কৌশলে ভানুয়াতু দ্বীপে নিয়া জিম্মি করিয়া পুনরায় পরিবারের নিকট হইতে আরো বেশি পরিমান টাকা দাবী করে এবং ভিকটিমদেরকে নির্যাতন করে। এই রুপ উপায়ে তাহারা অনুমান ১১০ জন লোকের নিকট হইতে টাকা নিয়া পাচার করিয়া দিয়াছে।
অপর দিকে মাদক ব্যবসায়ী আসামী ফরিদুল ইসলাম ওরফে সুমন, পিতা নুর মোহাম্মদ, সাং জেলখানা মোড় সখিপুর পৌরসভা, থানা সখিপুর জেলা টাংগাইলকে ৫১ পিচ ইয়াবা ট্যবলেট সহ গ্রেফতার হয়েছে।নিয়মিত মামলা রুজু হয়েছে। তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
জানাযায়,মোঃ আমির হোসেন অফিসার ইনচার্জ সখিপুর থানা সাহেবের নির্দেশনায় জনাব এ এইচ এম লুৎফুল কবীর পুলিশ পরিদর্ক ( তদন্ত) অভিনব কায়দায় মানব পাচার কারী ও মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত দের বিজ্ঞ আদালতে সোপর্দ করিয়াছেন।