বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে। তবে আবারও পুরনো পদে ফিরছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও বাংলাদেশ দলের টিম ম্যানেজার হিসেবে দেখা যাবে সাবেক এই ক্রিকেটারকে।
মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নাফিস। আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ২৮ নভেম্বর প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায়। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে নাফিস থাকবেন কি না তা নিশ্চিত করেননি তিনি।