
শাফাত রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
আত্মহত্যা করার চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে বলে প্রক্টর বরাবর চিঠি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ (২৮শে নভেম্বর) সকাল ১১ টার দিকে এই ছাত্র প্রক্টরকে চিঠি দেন।
উক্ত ছাত্রের নাম মো: সোহেল রানা এবং সে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। চিঠিটা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর। তিনি বলেন, আমরা চিঠিটা হাতে পেয়েছি এবং এ বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।
চিঠিতে ওই ছাত্র লিখেন, চলতি সেমিস্টারে একটি কোর্সের জন্য তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাবা হার্টের রোগী এবং তার পক্ষে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাই সে পরীক্ষাটি দিতে পারবেনা ভেবে তার মাথায় আত্মহত্যার চিন্তা ঘুরপাক খাচ্ছে।
শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের কঠোর আচরণে হতাশায় ভোগছে শিক্ষার্থীরা। আর এই হতাশাই আত্মহত্যার মূল কারণ বলে মনে করছে শিক্ষার্থীরা। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিবাদ স্বরুপ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীরা ৪০১ নম্বর কোর্সের পরীক্ষা বর্জন করে। এই পরীক্ষাটি পুনরায় নেয়ার জন্য ডিনস কমিটি এই সেমিস্টারের প্রতিটি শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে। প্রসঙ্গত, চলতি বছরে ঢাবির মোট নয় জন শিক্ষার্থী আত্মহত্যা করে এবং তার মধ্যে চলতি মাসেই আত্মহত্যা করে চার জন।