
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে
টাঙ্গাইলের বাসাইলে তিন কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে জেল দেওয়া হয়েছে। বুধবার ( ২৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এ সাজা প্রদান করেন।
বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা গ্রামের জামাল ভূইয়ার ছেলে মারুফ ভূইয়া তরু (১৯), একই এলাকার রহমান বেগের ছেলে শাওন বেগ (১৯) ও লাল খানের ছেলে ইমরান খান (১৯) সাজাপ্রাপ্ত হন।
বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বুধবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে কাঞ্চনপুর উত্তর ছনকাপাড়া এলাকায় পৌঁছালে বখাটে শাওন ও ইমরান তাদের উক্ত্যক্ত শুরু করে। এসময় স্থানীয়রা তাৎক্ষণিক গিয়ে ওই দুই বখাটেকে আটক করে। পরে তাদের ছাড়াতে তরু নামের আরেক বখাটেও সেখানে যায়। তার আচরণে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তাকেও আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে উঠালে দুইজনকে উত্ত্যক্তের দায় ও একজনকে সরকারী কাজে বাধা প্রদান করার অপরাধে প্রত্যেককে এক মাস করে সাজা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ তথ্যটি জানাযায়।