সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে স্টিল বডির ধাক্কায় বারকী নৌকা ডুবে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- তাহিরপুরের চিকসা গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নূরুল আমিন (২৬), একই গ্রামের আব্দুস শহীদের ছেলে সামায়ুন কবির (৩০)।
আহতরা হলেন- একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল ওয়াহিদ (৪৮), আতর আলীর ছেলে আব্দুল ওযুদ (৪৩) ও আব্দুর নূরের ছেলে মনির মিয়া (২৬)।
এর মধ্যে আহত আব্দুল ওয়াহিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল ওযুদ ও মনিরকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বারকী শ্রমিক নূরুল আমিন, সামায়ুন কবির, আব্দুল ওয়াহিদ, আব্দুল ওযুদ ও মনির মিয়া কাজ শেষে একটি বারকী নৌকায় বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাদুকাটা নদীর জামাইল্লারচর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ড্রেজার স্টিলবডি নৌকা বারকী শ্রমিকবাহী নৌকার ওপর উঠে যায়। এতে বারকী নৌকাটি ডুবে গিয়ে আব্দুল ওয়াহিদ, আব্দুল ওযুদ ও মনির মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।