বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ইছাপুর গ্রামে জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুন (৪০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাত আটটার দিকে নিহতের নিজ এলাকা ইছাপুর গ্রামের বালুমহল এলাকার একটি চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন ওই এলাকার আব্দুল মালেকের বড় ছেলে।
হত্যাকাণ্ডের বর্ণনা করে নিহতের চাচাত ভাই মাইনুল ইসলাম সুজন বলেন, ‘রাত আটটার দিকে দুটি সিএনজি ও তিনটি মোটরসাইকেলে করে হেলমেট ও মাস্ক পরে আসা দুর্বৃত্তরা মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’
তিনি আরও বলেন, ‘নিহত মামুন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ধারাবাহিক তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন। এ কারণে একবার তার হাত কেটে নেওয়া হয়। পায়ের রগ কাটারও চেষ্টা করা হয়। এছাড়া বালুমহলকে কেন্দ্র করে মামুনের সঙ্গে যাদের দ্বন্দ্ব ছিল, হত্যাকাণ্ডে তাদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে।’
বাকেরগঞ্জে থানার ওসি মাকসুদুর রহমান জানান, ‘দুর্বৃত্তদের হাতে মামুনকে হত্যার খবর পেয়েছি। এরই মধ্যে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত জহিরুল ইসলাম মামুন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিল। তবে মামুন হত্যার বিষয়টি তদন্ত চলছে।’