তরুণ পেসার শরিফুল ইসলাম, দুই স্পিনার নাইম হাসান ও মেহেদি হাসান মিরাজকে সুসংবাদ দিল আইসিসি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদে ৯ ধাপ এগিয়েছেন পেসার শরিফুল। বুধবার আইসিসির প্রকাশিত র্যাংঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৫৮তম স্থানে আছেন ২২ বছর বয়সী বাঁহাতি এই পেসার।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২টি উইকেট নেওয়া নাঈম এগিয়েছেন ৫ ধাপ। ২৩ বছর বয়সী এই অফ স্পিনার র্যাংঙ্কিংয়ে আছেন ৪৪তম স্থানে।
দুই ধাপ এগিয়ে ২১তম স্থানে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরপুরে দুই ইনিংসেই তিনি নেন ৩টি করে উইকেট।
আগের মতোই ১৪ নম্বরে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে তিনি নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ৮ উইকেট নেওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল সাত ধাপ এগিয়ে ৩৩তম স্থানে আছেন।
ব্যাটসম্যানদের র্যাংঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তিনি উঠে এসেছেন ৫৫তম স্থানে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার প্রথম ইনিংসে খেলেন ৮৭ রানের ঝড়ো ইনিংস।
পরে রান তাড়ায় সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারের সঙ্গে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে দলকে জেতানোর পথে ৪০ রানের মূল্যবান ইনিংস খেলে ম্যাচের সেরা হন তিনিই।
ব্যাটসম্যানদের র্যাংঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বোলারদের তালিকায় ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতের এই অধিনায়ক।