জেনিনে ইসরায়েলি অগ্নিকাণ্ডে আরও একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিনে আরেকজন ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, মঙ্গলবার থেকে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে সামরিক অভিযানের সময় ইসরায়েলিদের গুলিতে একজন যুবক আহত হয়েছেন এবং বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
জেনিনে ইসরায়েলি অগ্নিকাণ্ডে আরও একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে ব্যাপক বিমান অভিযান শুরু করার পর থেকে অন্তত ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে এবং আরও ৪,০০০ জনকে আটক করা হয়েছে।