দ্বাদশ সংসদের প্রতীক পেয়েই সাকিব আল হাসান মাগুরা থেকে রওনা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন। তার পর সেখান থেকে মাগুরায় ফিরে আনুষ্ঠানিকভাবে শুরু করেবেন নৌকার নির্বাচনী প্রচারণা।
সোমবার সকালে মাগুরা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান স্বশরীরে উপস্থিত থেকে দলীয় প্রতীক সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকাল সাড়ে ১০ টার দিকে বের হয়ে সাকিব যান বাড়িতে। শহরের সাহাপাড়ায় বাবা মাশরুর রেজা কুটিলসহ পরিবারের অন্যান্যদের কাছ থেকে দোয়া নিয়ে রওনা দেন টুঙ্গিপাড়ার উদ্দেশে। সেখানে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
মাগুরার সদর উপজেলা (৪ ইউনিয়ন বাদে) এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী মোট ৫ প্রার্থীর মধ্যে অপর প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেস দলের অ্যাডভোকেট রেজাউল হোসেন, বিএনএফ প্রার্থী একেএম মুতাসিম বিল্লাহ এবং তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি।
দলীয় প্রতিক নেওয়ার পর মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাদের চেষ্টা থাকবে যেনো একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি। চেষ্টা থাকবে যতবেশি ভোটারকে উপস্থিত করা হয়।
নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রিকেটার হিসেবে আমার নিজের একটি ফেসভ্যালু রয়েছে। ইয়াং জেনারেশন যেনো আমার কথা শোনে। তারা যদি আমার কথায় কনভিন্স হয় তাহলে যেনো আমাকে ভোটটি দেয়।