রাঙামাটির সাজেকগামী পর্যটকের গাড়ি লক্ষ করে গুলি করেছে দূর্বৃত্তরা। ১৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়াও পর্যটকবাহী মাহিন্দ্র, প্রাইভেটকারের চাকায় গুলি করা সহ পিকআপ ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে। উদ্ধারকৃতদের সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার কার্যক্রম চলছে।