অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ‘স্বেচ্ছায় রক্তদান সংস্থা’ সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ ও জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা বেলায়েত হোসেন আরেফি।
বুধবার রাজধানীর ঢাকা ও কুমিল্লার মেঘনার নলচর, ফরাজিকান্দ, চালিভাংগাসহ সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাতে শীতার্তদের মধ্যে ‘স্বেচ্ছায় রক্তদান সংস্থা’ সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাফেজ সাব্বির আহমেদ, দফতর সম্পাদক ফারহান আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, ক্যাশিয়ার মাওলানা আল আমিন সহ আরো অনেকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা আবু সাঈদ বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান। এছাড়া তিনি ভবিষ্যতে ইসলামিক পাঠাগার তৈরির পরিকল্পনার কথাও জানান।