খুলনার ডুমুরিয়ায় এক হতদরিদ্র কৃষকের দুই হাজার ফলন্ত ফুলকপি গাছ কেটে ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, উপজেলার মাগুরাঘোনা গ্রামের কৃষক জিয়াউর রহমান শেখ বছরে ২০ হাজার টাকা হারিতে স্থানীয় মোসলেম শেখ নামে এক ব্যক্তির জমিতে তিনি ফুলকপির চাষ করেন। দুই হাজার ফুলকপি চাষ করতে ১২ হাজার টাকা খরচ হয়েছে তার। আশা করেছিলো ৫৫ থেকে ৬০ হাজার টাকা বিক্রি করবে। প্রতিটি কপি এক থেকে দেড় কেজি ওজন হয়েছে। সবেমাত্র কফি কাটা শুরু হয়েছে। কিন্তু গত শনিবার দিবাগত রাতে কে বা কারা ফলন্ত কপি গাছ কেটে ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। কৃষক জিয়াউর রহমান শেখ জানান, অনেক কষ্ট করে অর্থ জোগাড় করে তিনি সহায় কপি চাষাবাদ করছেন। কিন্তু শত্রুতা করে আমার ক্ষেতের ফলন্ত কপি ক্ষতি করেছে।
এ ব্যাপারে মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল বলেন, জিয়াউর রহমান একজন হতদরিদ্র কৃষক। তার সহায় সম্বল যা ছিল সবকিছু খরচ করে এই জমিতে ফুলকপি চাষ করেছিল। কিন্তু রাতের আঁধারে গাছগুলো কেটে দেওয়া হয়েছে। সকালে আমি তার ক্ষেতে গিয়ে তার কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক! তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।