
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসলে নেমে পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১২ টায় সমুদ্রে ভাসমান অবস্থায় লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মো সিরাজ।
নিহতেরা হলেন-এরা নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুমা একই এলাকার সুলতান আলীর মেয়ে সুমি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো আপেল মাহমুদ জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পর্যটক দম্পত্তি শনিবার সকালে কক্সবাজার ভ্রমণে এসে হোটেল সী-গালের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে সমুদ্রে গোসলে করতে নামেন। পরে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটির মধ্যে নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে এবং পুরুষের বয়স ৪৫-৫০ বছর হবে। এর মধ্যে তাদের আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।