
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলে মো. আব্দুর রহিম ওরফে কালু নামে এক পেশাদার মোবাইল চোরকে গ্রেপ্তার করেছে ডিবি।তার কাছে চোরাই ১১টি মোবাইল সেট ও একটি ট্যাব ছিলো।মো. আব্দুর রহিম ওরফে কালু বাসাইল উপজেলার কাশিল গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।
৪ ডিসেম্বর (মঙ্গলবার)সকালে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ জানায়, সোমবার (৩ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের এসআই মো. হাফিজুর রহমান (১), এসআই হাবিব আল নোমান, এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. আব্দুর রহিম ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।
শ্যামল কুমার দত্ত জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ(ওসি) বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই পেশাদার মোবাইল চোরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে