ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রমোটিং গুড গভর্নেন্স অ্যান্ড ইন্টেগ্রিটি ইন দ্য এনার্জি সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কো-অর্ডিনেটর (এনার্জি গভর্নেন্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: এনার্জি, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি, সমাজবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইন, পরিসংখ্যান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কোনো সংস্থায় প্রজেক্ট বাস্তবায়নে অন্তত ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়ার পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কোয়ান্টিটেটিভ ডেটা প্রসেসিং ও অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৭৭,১০৪ টাকা। সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ মার্চ ২০২৪।