
মোঃ জুয়েল রানা (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও সিআইজি ব্যবস্থাপনায় কৃষক- কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ্র দেবনাথের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আব্দুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, সহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক প্রমুখ।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণের উপ-সহকারী কৃষি অফিসার শিবুলাল সাহা সহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।