
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে দুই জন মাদক ব্যবসায়ী ও এক জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে।আজ পাঁচ ডিসেম্ভর ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম, টাঙ্গাইল সাহেবের নির্দেশ ক্রমে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ভূঞাপুর থানা এলাকায় বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ভূঞাপুর থানায় কর্তব্যরত অফিসার ও ফোর্সের সহায়তায় এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন,লিয়াস তালুকদার (৩৫), পিতা- ময়নার হক তালুকদার,মোঃ লিটন খাঁন (৩২), পিতা- মোঃ জুয়াদ আলী, উভয় গ্রাম মাইজবাড়ী, থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইলদে এ দুজনকে ২০ (বিশ) পুরিয়া হেরোইন এবং ১৪ (চৗদ্দ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।এবং ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী মোঃ মেহের (৩৬), পিতা- মোঃ ময়তান সাং- বেলটিয়া পাড়া, থানা- ভূঞাপুর, জেলা- টাঙ্গাইল গ্রেফতার করেন।
ভূঞাপুর থানা বরাদ দিয়ে জানাযায়, বিচারের নিমিত্তে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।