গাজায় অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি কার্যকরের জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
রোববার পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।
তিনি বলেন,‘যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কমপক্ষে ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে। ‘
গাজায় দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলেও জানান তিনি।
বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনি ও ইসরাইলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির সমান পদক্ষেপ নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত আছে। আর ‘এটিই এই অঞ্চলে স্থায়ী শান্তির একমাত্র পথ’ বলে জানান বাইডেন।
রমজান মাসের কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘পবিত্র মাসটি আলোর প্রতিফলন এবং নতুন করে সবকিছু শুরু করার একটি সময়। তবে চলতি বছর এমন একটি সময়ে রমজান মাস শুরু হয়েছে যখন গাজা যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে ভয়ানক যন্ত্রণার মুখোমুখি। ‘
বাইডেন তার বক্তব্যে গাজা যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনির নিহতসহ অনেকের বাস্তুচ্যুতির কথা উল্লেখ করেছেন। এই অঞ্চলের অনেকেরই খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের জরুরি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজায় আরও মানবিক সহায়তা পেতে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিতে থাকবে বলেও শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেছেন বাইডেন।