সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মোঃ নুরুল হুদা (দৈনিক ভোরের পাতা) এবং সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন (দৈনিক নবচেতনা)।
বৃহস্পতিবার (০৬ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যে সকলের উন্মূক্ত আলোচনায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মোঃ আজাদ উদ্দিন ঠাকুর।
সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুমন (দৈনিক যুবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুর রহমান রকিব (দৈনিক জনতা), অর্থ সম্পাদক মোছাঃ রোজিনা বেগম (অনলাইন নিউজ ‘অজানা বাংলাদেশ’), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অহিদুজ্জামান লস্কর অপু (দৈনিক মুক্তমত) ও দপ্তর সম্পাদক মোঃ শাহগীর মৃধা (দি এশিয়ান এইজ)।
উল্লেখ্য, নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ দুই বছর। ২০১৯ সালের ১লা জানুয়ারী থেকে এই কমিটি দায়িত্বভার গ্রহণ করবে। এর আগ পর্যন্ত রিপোটার্স ইউনিটি পূর্বে গঠিত আহবায়ক কমিটি দ্বারা পরিচালিত হবে।