শীতের আমেজ ছড়িয়ে পড়ুক সবার মাঝে যেখানে হারবে শীত, জিতবে মানবতা — এই স্লোগানকে সামনে রেখে পটিয়া থানাধীন কাশিয়াইস গ্রামের মানুষের মাঝে একদল উদ্দমী তরুনের ঐকান্তিক প্রচেষ্টায় ২য় বারের মত সফল ও সার্থকভাবে শীতবস্ত্র বিতরন কার্যক্রম সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “লিজেন্ড ফাউন্ডেশন”।শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট মাহমুদা তাসিফা সঞ্চলনায় অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন অত্র গ্রামের সম্মানিত চেয়্যারমান আবুল কাশেম।
স্বাগত বক্তব্য রাখেন শীতবস্ত্র বিতরন উপ-কমিটির আহবায়ক ইমন চ্যাটার্জী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, ৫নং কাশিয়াইস ওয়ার্ডের ইউপি সদস্য মনতোষ দত্ত মুন্না, ৮নং কাশিয়াইস ইউনিয় যুবলীগের আহবায়ক জহির আহমেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক নিউটন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল আলম, জাগ্রত হিন্দুর কন্ঠস্বরের সভাপতি জুয়েল কর, স্মার্ট বয়জ ক্লাবের সভাপতি মিথুন তালুকদার।
বক্তরা বলেন, লিজেন্ড ফাউন্ডেশন এর মত প্রতিটা স্বেচ্ছাসেবী সংগঠন যদি অসহায় মানুষদের কল্যানে কাজ করে তাহলে অধিকার বঞ্চিত মানুষগুলো কিছুটা হলেও তাদের অধিকার ফিরে পাবে। আজকের এই শীতবস্ত্র বিতরন এটা কোনো অনুষ্ঠান নয়; এটা প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব৷ লিজেন্ড ফাউন্ডেশনের তরুণরা আগামী দিনের সুন্দর বাংলাদেশের যোগ্য কর্ণধার৷ অতিথিবৃন্দ লিজেন্ড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সকল প্রোগ্রাম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও, সংগঠনের প্রতিনিধিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কাইয়ুম চৌধুরী আকাশ, শ্রাবন, আরিফ ইকবাল তানভীর, আব্বাস হোসাইন রনি, মোহাম্মদ দিদার, সুমাইয়া সুলতানা ইমা, সাবিহা নুর তানহা, মনি দাশ।
প্রতিবেদক- সৈকত চন্দ্র দে।