
টাঙ্গাইলের ৮ টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ টি আসনের (ধানের শীষ প্রতীক) চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর স্থগিত করা হয়েছে ৩ টি আসন।৭ ডিসেম্বর (শুক্রবার) সন্ধায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত এ প্রার্থীদের তালিকা ঘোষণা করে।
ধানের শীষ প্রতীকে চুরান্ত প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে সরকার শহীদ, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী।
টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।স্থগিত হওয়া আসনগুলো হল- টাঙ্গাইল-৩ ঘাটাইল, টাঙ্গাইল-৪ কালিহাতী ও টাঙ্গাইল- ৮ (সখিপুর-বাসাইল)।
জানা যায়, স্থগিত হওয়া টাঙ্গাইল-৩, ৪, ও ৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।ঐক্যফ্রন্টের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা যায়।