মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের সখীপুরে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
কালিয়া ইউনিয়নের ওই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান সাখায়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক মজনু মিয়ার নেতৃত্বে বিএনপির শতাধিক নেতাকর্মী টাঙ্গাইল-৮ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের হাতে নৌকা প্রতীক ও ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
সখিপুর উপজেলার কচুয়া বাজারে দলের ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সহসভাপতি আতিকুর রহমান দুলাল, অধ্যক্ষ সাঈদ আজাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, ফজলুল হক মনিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শাহাদত হোসেন শাহজাহানকে সভাপতি ও ফজলুর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যের একটি ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমটি গঠন করা হয়।