
মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি ঃ
ওমান সালালাহ্ শ্রম আইন লঙ্ঘন করায় এ পর্যন্ত ৩৬৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। তাদের মধ্যে বাংলাদেশী প্রবাসীরাও রয়েছেন, বাংলাদেশী রয়েছেন,২৯১ জন।
ওমানের মানবসম্পদ মন্ত্রণালয়ও স্পেশাল ট্রাস্ক ফোর্সের সমন্বয়ে গঠিত দেশটির রয়েল পুলিশের অভিযানে ৩৬৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে ‘ওমানডেইলি ওবজারভার’ জানিয়েছে,
ওমান সালালাহ্ রয়েল পুলিশ এ পর্যন্ত ৩৬৫ বাংলাদেশী ও ভারতীয় নাগরিককে শ্রম আইন লঙ্ঘন ও ভিসা আকামা ও বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার করেছে।
সালালাহ্ বাংঙালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সালালাহ্ এলাকা বাংঙালী বাজার কিছু বাড়ি থেকে এবং কর্মস্থল থেকে ওই প্রবাসীদের কে শ্রম আইনের আওতায় আটক করেছে দেশটির রয়েল পুলিশ।