
অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন পাকিস্তানের সেরা পেসার মোহাম্মদ আমির। টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তাকে ও ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে পাকিস্তান।
আমিরকে দলে ফেরানো নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই বলছেই আমির দীর্ঘদিন ধরে দলের বাইরে। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও তার পারফরমেন্স সন্তোষজনক নয়-এমতাবস্থায় তাকে দলে নেওয়া উচিত হয়নি। আমিরকে দলে নেওয়ায় নির্বাচকদেরও একহাত নিচ্ছেন সমালোচকরা।
আমির এসব সমালোচনার জবাব দিয়েছেন। তাকে জাতীয় দলে নেওয়া যে যৌক্তিক সেটিও বুঝিয়ে দিয়েছেন।
আমির বলেছেন, যারা সমালোচনা করছেন তাদের উচিত পাকিস্তান সুপার লিগে আমার পারফরমেন্সে চোখ রাখা। তিনি বলেন, পিএসএল পাকিস্তানের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট।
‘আমার ও ইমাদের বিষয়ে অনেক সমালোচনা থাকতে পারে। আমরা ডমেস্টিক কম খেলার পরও কীভাবে জাতীয় দলে সুযোগ পেলাম। আমি তাদের প্রশ্ন রাখতে চাই, পাকিস্তানের প্রধান ঘরোয়া টুর্নামেন্ট কোনটি। অবশ্যই সেটি পিএসএল। আমরা দুজনে পিএসএল খেলেছি এবং সেখানে ধারাবাহিক পারফর্ম করেছি। তাই টি টোয়েন্টিতে আমাদের দলে নেওয়া কীভাবে ভুল সিদ্ধান্ত হয়?’
আমির মনে করেন টেস্ট ও ওয়ানডের জন্য যথেষ্ট ঘরোয়া খেলার অভিজ্ঞতা দরকার।