মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানব বন্ধন করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা শাখা।৯ ডিসেম্বর (রবিবার) সকালে শহরের শহীদ মিনারের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি ও ষাটের দশকের কবি বুলবুল খান মাহবুব, সহ-সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, সাংবাদিক রতন সিদ্দিকী, ব্র্যাক প্রতিনিধি মুনির হোসাইন খান, দুপ্রকের নির্বাহী সদস্য অধ্যক্ষ উৎপল সিংহ রায়,রওশনারা লিলি, মাসুদ রানা প্রমুখ,শাহ আব্দুর রশিদ, কবি আল রুহি।
মানববন্ধনে মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগে নিজেরা দুর্নীতি মুক্ত হতে হবে। তার পর দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। আইনের ফাঁক ফোঁকড়ের কারণে অনেকেই দুর্নীতি করে পার পেয়ে যায়। তাই আইনের শতভাগ সঠিক ব্যবহার করতে হবে। তাহলেই সমাজ তথা দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।দেশটা সোনার বাংলা হবে।