মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিএনপি প্রার্থীদের তালিকা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ আসনে আওয়ামী লীগ হত্যা মামলায় কারান্তরিন সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পিতা আতাউর রহমান খানকে মনোনয়ন দিয়েছে।
টাঙ্গাইল-৩ আসনে বিএনপি’র প্রার্থী মাইনুল ইসলাম ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী আব্দুর রশিদ মিয়া তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (৯ ডিসেম্বর) মনোয়নপত্র প্রত্যাহার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারি রিটার্নিং কর্মকতার কাছে তারা মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি দেন।
ঘাটাইলে লুৎফর রহমান খান আজাদ ধানের শীষ প্রতীকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামসুর রহমান খান শাহজাহানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি কয়েকটি মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
টাঙ্গাইল-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন।২৫ নভেম্বর (রোববার) ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়। এর আগে গত ২০ নভেম্বর (মঙ্গলবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আতাউর রহমান খানের এই আসনে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেখানে (ঘাটাইল) আমানুর রহমান খান রানা মনোনয়ন পাচ্ছেন না, পাচ্ছেন আতাউর রহমান খান।