অনন্যা পান্ডেকে আদিত্য রায় কাপুরের নাম নিয়ে খোঁচা দিলেন সারা আলি খান। সম্প্রতি তিনজনই ভিন্ন ঘটনার জেরে শিরোনামে এসেছেন। আদিত্য-অনন্যার বিচ্ছেদের খবরে তোলপাড় বলিদুনিয়া। গুঞ্জন, প্রায় দুবছর সম্পর্কের পর আলাদা হলেন জুটি।
যদিও দুজনের কেউ-ই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। তাদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি ফাঁস হয়ে যাওয়ায় সম্পর্কের গুঞ্জনে যেন সিলমোহর পড়ে। এর পরে অনুরাগ বসুর জন্মদিনের পার্টিতে সারা আলি খানের সঙ্গে আদিত্যের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর আনন্দবাজার অনলাইনের।
‘কফি উইথ করণ’ শোতে র্যাপিড ফায়ার রাউন্ডে অনন্যাকে হারিয়ে দেন সারা। এতে খানিকটা মুষড়ে পড়েন অনন্যা। সারার উপহারের দিকে অনন্যা উঁকি দিলে, সারা তাকে বলেন, ‘আমার উপহারে হাত দিলে আমি কিন্তু পালটা তোমার উপহারে হাত দেব!’ এখানে আদিত্যকে উপহার সম্বোধন করেছেন সারা। আদিত্যকে নিয়ে নিজের অধিকারে বরাবরই সচেতন অনন্যা। বন্ধু সারাকে তিনি বলে বসেন, এ ধরনের কাজ করার চেষ্টাও যেন না করেন তিনি।
‘মেট্রো ইন দিনো’ ছবিতে আদিত্যের সঙ্গে জুটি বাঁধছেন সারা। অনন্যাকে আরও একবার স্মরণ করিয়ে দিলেন সারা। মোদ্দা কথা, সারা বুঝিয়ে দিলেন অনন্যার উপহারের সঙ্গে ছবি করতে চলেছেন তিনি।