
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধিঃ
আজ ১০ ডিসেম্বর সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৭০ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি ভূঞাপুর বাসস্ট্যান্ড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । এতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাড. উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফ হোসেন ,উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আতোয়ার রহমান মিন্টু , সহসভাপতি আব্দুর রশিদ তালুকদার, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মিজানুর রহমান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক, সহসভাপতি আব্দুল খালেক ব্যাংকার, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন , যুগ্ন সম্পাদক সাংবাদিক ইবরাহীম ভূইঞা, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মামুন সরকার , অর্থ সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।