
কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার আড়াই ঘণ্টায় একটি বুথে মাত্র পাঁচটি ভোট পড়েছে। সকাল ১০টা ৩৫ মিনিটে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ৭নং বুথের সহকারী প্রিসাইডিং অফিসার শ্রাবণী চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা প্রকৌশলী অন্তূবল যুগান্তরকে বলেন, সকাল ১০টায় এ কেন্দ্রের সাতটি বুথে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৮০টি। এ রিপোর্ট আমি নির্বাচন কমিশনে পাঠিয়েছি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৫৫।
দুপুরে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রে ভোট দিতে আসা কটিয়াদী বাজারের ওষুধ ব্যবসায়ী উজ্জ্বল চক্রবর্তী জানান, ভোটার উপস্থিতি কম হওয়ায় আমরা হতাশ। আশা করি দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।