চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের জরুরী সভা অনুষ্ঠিত।সভায় ব্ক্তারা বলেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানকে কোন রাজনৈতিক পরিচয়-না-দিয়ে সরকারের নীতি
অনুসরণ করে ইসলামী শিক্ষায় অপব্যাখ্যা,জঙ্গীবাদ
সন্তাসবাদ মুক্ত রাখতে গুরুত্ব আরোপ করেন।কোন
ইসলামী শিক্ষা প্রতিষ্টান থেকে বহিস্কৃত-বা-অব্যাহতি পাওয়া শিক্ষকরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে-না-পারে এ ব্যাপারে নজর দেওয়া -যদি কেউ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া প্রয়োজন বলে মনে করেন নেতৃবৃন্দগণ।এসোসিয়েশান নেতৃবৃন্দগণ আরও বলেন শিক্ষকরা-ছাত্র ছাত্রীদের সাথে শান্ত শিষ্ট আচরণ করার উপর বিভিন্ন মত প্রকাশ করেন।চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশান এর সভাপতি আলহাজ্ব হাফেজ মুহাম্মাদ তৈয়্যব এর সভাপতিত্বে মহাসচিব আলহাজ্ব মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী উপস্হাপনায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মানজারুল হালিম বুখারি, সাংগঠনিক সম্পাদক হাফেজ এনামুল হক,অর্থ সম্পাদক জয়নাল আবদিন,দপ্তর সম্পাদক নিজামুদ্দিন আল হোসাইনি এবং প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশান এর সদস্যভুক্ত ১২১ জন সদস্য উপস্হিত ছিলেন।