
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ৬ জুন আসরের প্রথম ম্যাচে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাবে না গ্রিন শার্টধারীরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম ইমাদকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। গত মাসে ইংল্যান্ড সিরিজের সময় পাঁজরে অস্বস্তি অনুভব করেন তিনি। যার ফলে ওই সিরিজের শেষ ম্যাচটিও মিস করতে হয়েছিল তাকে।
আগামী ৯ জুন ভারতের বিপক্ষে মহারণে অবশ্য তাকে দলে পাওয়া যাবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিশ্বকাপ দল:
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান খান