
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
গোপালপুর- ভুঞাপুর (টাঙ্গাইল-২) আসনে বিএনপি মনোনীত প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র ধানের শীষের পক্ষে গণসংযোগ, মিছিল ও পথসভা করেছেন তার বড়ভাই জেলা বিএনপি’র সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা সহ বি এন পির নেতা কর্মীরা।
আজ ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় ভুয়াপুরের নিকরাইল ইউনিয়নে গণসংযোগ করেন সামছুল আলম তোফা।নিকরাইল ইউনিয়নে গণসংযোগ শেষে মাটিকাটা বাজারে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিবিদ সামছুল আলম তোফা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন।
বক্তব্যেকালে তোফা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নিকরাইলবাসী সবসময় বিএনপি এবং আমাদের পরিবারের পাশে ছিল। আগামী ৩০ তারিখে জাতীয় সংসদ নির্বাচন। আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ কারাগারে। তাকে রেখে দল আজ নির্বাচনে যাচ্ছে। মিথ্যা মামলা ও সাজা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে আপনাদের প্রিয় নেতা বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে।
তোফা আরো বলেন, ‘আবার একেরপর এক মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হচ্ছে যিনি এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী আপনাদের নেতা যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে। যাতে তিনি নির্বাচনের মাঠে এসে আপনাদের পাশে দাঁড়াতে না পারে। তারপরও যখন এলাকায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে এজন্য ভুয়াপুর-গোপালপুরে চলছে হামলা, মামলা ও গণগ্রেফতার।কাজেই সকলকে একতাবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করার পাশাপাশি ৩০ তারিখে ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করে রেজাল্ট নিয়ে ঘরে ফিরতে হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি উল্লেখ করে তোফা বলেন, ‘গোপালপুর-ভুয়াপুরের জনগণ যাতে সকল ভয়ভীতিমুক্ত শান্ত পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দফতরের সহযোগিতা কামনা করছি।
জেলা বিএনপির প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।