ঈশাত জামান মুন্না। লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৪ বোতল ফেনসিডিলসহ জেসমুল হুসাইন শুভ (২৭) নামে এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত জেসমুল হুসাইন শুভ উপজেলার মদাতী ইউনিয়নের দক্ষিন মুশরত মদাতী গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মহাসিন আলীর ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই বাদল কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুভ দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় ও জেটিভি অনলাইনসহ বিভিন্ন গন্যমাধ্যমের সাংবাদিক বলে দাবি করে আসছেন। মাদক বিক্রিকরার লক্ষ্যে মাদকসহ রংপুর যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আটক করা হয়। তিনি সাংবাদিক পরিচয় দেন। তার শরীরে তল্লাসী করলে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ মকুবল হোসেন জানান,সাংবাদিক শুভ’র বিরুদ্ধে প্রতারণা ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি