
ঈশাত জামান মুন্না।। লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের উত্তর মুুুুসরত মদাতী গ্রামের মৃৃৃত
বিদু ভূষন রায় এর বড় পুত্র বাবু বিধান চন্দ্র রায় (৪৮) কে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৫ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন এর চামটাহাট বাজার থেকে রাত্রী বেলা গ্রেপ্তার করা হয়।বিধান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বলে জানা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, গত বছর বিজয় দিবসের র্যালিতে আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলার আসামি বিধান চন্দ্র রায় এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পলাতক থাকলেও গোপন খবর পেয়ে দুপুরে তাকে গ্রেফতার করা হয়।