
মোঃ জুয়েল রানা (চাঁদপুর) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস (১৬ ই ডিসেম্ভর) উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় ইউনিয়ন যুবলীগের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই ডিসেম্ভর (রবিবার)সকালে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের আয়োজনে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইউপি যুবলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদুর রহমান বাবুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ডিসেম্ভর মাস হচ্ছে বিজয়ের মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে। আজকের এই বিজয়ের দিনটি হচ্ছে সেই সকল শহীদদের অবদান,যারা দেশের জন্য প্রান দিয়েছে।
বক্তব্যে তিনি আরও বলেন,চলতি মাসের ৩০ তারিখেই আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কচুয়ার উন্নয়নের রুপকার, সাবেক সফল স্বরাষ্টমন্ত্রী জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের হাতকে শক্তিশালী করার লক্ষে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগনের নিকট তুলে ধরে,ড. মহীউদ্দীন খান আলমগীর স্যারের উন্নয়ন মূলক কর্মকান্ড সকলের নিকট তুরে ধরে আমাদের যুবলীগের সকল নেতাকর্মীদেরকে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।
আমরা আশাবাদী সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আমরা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারকে নৌকা প্রতিকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁদপুর-১ (কচুয়া) আসনটি উপহার দিতে পারবো। তাই আমাদেরকে সকল বাধা অতিক্রম করে নৌকার পক্ষে কাজ করে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের বিজয় সু নিশ্চিত করে তার হাতকে শক্তিশালী করতে হবে।
এসময় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি যুবলীগের সভাপতি মাহাবুব আলম,সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান,ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ এমরান হোসেন,ছাত্রলীগ নেতা মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
এসময় আলোচনা সভায় আওয়ামীলীগ,যুবলীগও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।