
আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজানের ধানের শীষের সমর্থনে আজ (১৬ই ডিসেম্বর)
রবিবার সন্ধায় ধানের শীষের সমর্থনে সভা ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভুইগাঁও পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ নং ওয়ার্ডে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা বিএনপির সদস্য ডাঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক মেম্বার ফয়জুর রহমান ছালিক মিয়া, আমিরুল ইসলাম, সিরাজ উদ্দীন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, তফজ্জুল আলী, আমির উদ্দীন, সুজন মিয়া, খছরু মিয়া, আব্দুল মতিন, ছানা মিয়া, নুর আলী, সুরত মিয়া, আব্দুস সত্তার, আব্দুল মজিদ, নিজাম উদ্দীন।
এসময় উপস্তিত ছিলেন- যুবদল নেতা অলিউর রহমান, লাহিন মিয়া, ফারুক আলী শরিফ উদ্দীন, শেখ তারেক, আসিক উদ্দীন, তারেক মিয়া, আব্দুল মতিনসহ প্রমুখ।