
মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন ও সংশ্লষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ওমান প্রবাসীরা। ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশী ওমান প্রবাসীরা আয়োজিত আলোচনা সভায় প্রবাসীরা এ আহ্বান জানান।বিজয় দিবসের অঙ্গীকার গণতান্ত্রিক সরকার’ এমন স্লোগানে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুভি বাংলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম মিয়াজী ও রাজনীতিবিদ নেতৃবৃন্দ কর্মকর্তা সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতেয় পবিত্র কোরান তেলায়ত করা হয় কর্মকর্তারা।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন- অজানা বাংলাদেশ ও মুভি বাংলা প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম মিয়াজী, জনাব আনোয়ার হোসেন ও অন্যান্যরা,
জনাব আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন, ওমানের জেলখানা গুলো তে প্রায় ৪০০ থেকে ৫০০ বাংলাদেশী বিভিন্ন অপরাধী হিসেবে আছে, এদের ভিতর অনেকেই ইয়াবা,গাজা,খুন এর মতো অপরাধী ও আছে, তিনি সকলের প্রতি অনুরোধ করে বলেন ওমানে কেউ যেন আগামী তে এমন অন্যায় কাজ না করে,
অজান বাংলাদেশ ও মুভি বাংলা প্রতিনিধি মোঃতাজুল ইসলাম মিয়াজী বলে ওমানের নিয়ম কানুন মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেন,
মোঃ তাজুল ইসলাম মিয়াজী আরো বলেন বেশিরভাগ মানুষ দেশ থেকে আসার সময় প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন মেডিসিন নিয়ে আসেন,
এতে করে এয়ারপোর্ট থেকেই তাদের কে জেলে যেতে হয়,সুতরাং কেউ যেন ওমানে আসার সময় কোনো ধরনের মেডিসিন না আনে, আর যদি একান্ত ই কারো মেডিসিন আনতে হয়,তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেসক্রিপশন সত্যায়িত করে এরপর মেডিসিন আনে, অনুষ্ঠান শেষে প্রবাসী পক্ষথেকে সকলের জন্য খাবারের এর ব্যবস্থা করা হয়, এবং সকল প্রবাসী যে যেখানে আছে সবাইর জন্য দোয়া ও মুনাজাত করা হয়।