পৃথিবীতে শিয়া মুসলিম‘মুসলিম রাষ্ট্রগুলো এক হলে ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেয়া যেত’ প্রধান দেশ কোনগুলো?পৃথিবীর মোট মুসলিম জনসংখ্যার ১০% শিয়া। ইরান, ইরাক, বাহরাইন, আজারবাইজানে এবং কিছু অনুমান অনুযায়ী ইয়েমেনে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। তবে আফগানিস্তান, ভারত, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, সিরিয়া, তুরস্ক, সৌদি আরব এবং সংযুক্ত আমিরাতেও শিয়াদের উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে।

তবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিয়া মুসলিমরা থাকলেও তারা সংখ্যাগরিষ্ঠ হিসেবে অনেক দেশেই প্রতিষ্ঠিত যেমন আজকে আলোচনা করব এমন পাঁচটি দেশকে নিয়ে যেগুলো শিয়া মুসলিম প্রধান দেশ! মধ্যপ্রাচ্যের দেশ বাহারাইন পৃথিবীর চতুর্থ স্থানে রয়েছে শিয়া মুসলিম দেশ হিসেবে এদেশের মোট জনসংখ্যা ১.৪৮৬ মিলিয়ন (২০২৩) অনুযায়ী, বর্তমানে কংগ্রেসের কান্ট্রি স্টাডিজের গ্রন্থাগার, এবং নিউইয়র্ক টাইমসের মতে, বাহরাইনে বর্তমানে মোট মুসলমানদের প্রায় ৪৫ % সুন্নি এবং ৫৫% শিয়া। এই সংখ্যা নিয়ে তালিকার চার নম্বর স্থানে রয়েছে এই দেশটি।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজারবাইজান, আজারবাইজান সরকারী নাম আজারবাইজান প্রজাতন্ত্র পূর্ব ইউরোপের একটি প্রজাতন্ত্রী রাষ্ট্র। এটি কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী স্থলযোটক দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত রাষ্ট্র। আয়তন ও জনসংখ্যার দিকে থেকে এটি ককেশীয় রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম। আজারবাইজানের মোট জনসংখ্যা ১০.১১ মিলিয়ন (২০২৩) অনুযায়ী। আজারবাইজানের ৯৭ ভাগ মানুষ মুসলমান। এর মধ্যে ৮৫% শিয়া এবং ১৫% সুন্নি। আজারবাইজান বিশ্বের তৃতীয় সর্বাধিক শিয়াবহুল দেশ।
তালিকার দ্বিতীয় স্থানে শিয়া প্রধান দেশ হিসেবে রয়েছে ইরাক! দেশটির নাম সরকারিভাবে ইরাক প্রজাতন্ত্র, একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। বাগদাদ ইরাকের রাজধানী। ইরাকের দক্ষিণে কুয়েত এবং সৌদি আরব, পশ্চিমে জর্ডান, উত্তর-পশ্চিমে সিরিয়া, উত্তরে তুরস্ক এবং পূর্বে ইরান (কোর্দেস্তন প্রদেশ (ইরান)) অবস্থিত। ইরাকের মোট জনসংখ্যা ৪৫.৫ মিলিয়ন (২০২৩) অনুযায়ী, ইরাকের দুটি স্বতন্ত্র ঐতিহ্যে ৯৫% মুসলমানরা ইসলাম অনুসরণ করেন, যাদের মধ্যে ৬৪% শিয়া (আরব, ফেয়লি কুর্দ, তুর্কমেনী) এবং ৩২% সুন্নি (আরব ও কুর্দি) রয়েছে।