পৃথিবীর সবচেয়ে কম সময় রোজা রাখা হয় কোন দেশে ২০২৫ সালের রমজান মাসে মুসলিম সম্প্রদায় সারা বিশ্বে রোজা রাখছে। তবে রোজার সময়ের দৈর্ঘ্য দেশভেদে ভিন্ন। এবার আর্জেন্টিনায় অবস্থিত মুসলিমরা সবচেয়ে কম সময় রোজা রাখছেন। দেশটির দক্ষিণাঞ্চলে রোজার সময় মাত্র ১২ ঘণ্টা, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম।

আর্জেন্টিনার মুসলিম সম্প্রদায়ের সদস্যরা জানান, এই অল্প সময়ের রোজা তাদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা। তারা এই সময়টিকে ইবাদত ও আত্মসংযমের মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করছেন।
অন্যদিকে, উত্তর গোলার্ধের দেশগুলোতে, যেমন আইসল্যান্ড ও নরওয়েতে, মুসলিমরা এবার দীর্ঘ সময় ধরে রোজা রাখছেন। সেখানে রোজার সময় প্রায় ২০ ঘণ্টার কাছাকাছি।
পৃথিবীর সবচেয়ে কম সময় রোজা রাখা হয় কোন দেশে রোজার সময়ের এই পার্থক্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও দিন-রাতের দৈর্ঘ্যের কারণে হয়ে থাকে। আর্জেন্টিনার মুসলিমরা তাদের এই স্বল্প সময়ের রোজাকে বিশেষভাবে মূল্যায়ন করছেন এবং এই সময়টিকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হিসেবে গ্রহণ করছেন।